সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০২৫ সাল নাগাদ মহাকাশে মানুষ পাঠাবে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০১৭ 

news-image

মহাকাশে মানুষ পাঠানোর প্রকল্প নিয়ে গবেষণা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটি আশা করছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা শেষে আগামী ২০২৫ সাল নাগাদ মহাকাশে মানুষ পাঠাতে সক্ষম হবে।

ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউট এআরআই এর প্রধান ফাথোল্লাহ ওম্মি জানিয়েছেন, মহাকাশে মানুষ পাঠানোর চূড়ান্ত ধাপের আগে তারা একটি রোবোট অথবা জীবিত প্রাণী সেখানে পাঠানোর চেষ্টা করবেন।

মহাকাশে প্রাণী পাঠানোর প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত ছিল। এ সম্পর্কে ওম্মি বলেন, ‘আমরা মহাকাশে সফলভাবে একটি বানোর পাঠিয়েছে। বর্তমানে আমরা মহাকাশে একজন মানুষ পাঠানো নিয়ে গবেষণা করছি।’

প্রকল্পটি এই মুহূর্তে গবেষণা পর্যায়ে রয়েছে উল্লেখ করে এআরআই প্রধান বলেন, মহাকাশে মানুষ পাঠানোর প্রাথমিক পদক্ষেপ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং এই প্রকল্পটি দুটি ধাপে, তথা উপকক্ষপথ ও কক্ষপথ পর্যায়ে পরিচালনা করা হয়েছে।

এই কর্মকর্তার তথ্যমতে, প্রকল্পটির কক্ষপথ ধাপটি ২০২৫ সাল নাগাদ কর্মক্ষম হবে এবং উপকক্ষপথ ধাপটি এর আগেই কর্মক্ষম হবে।

মহাকাশে মানুষ পাঠানোর আগে সেখানে আরেকটি প্রাণী পাঠাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা করা হতে পারে। ’

তিনি বলেন, ‘মহাকাশে একজন মানুষ পাঠানোর আগে আমরা সেখানে একটি রোবোট ও আরেকটি জীবন্ত প্রাণী পাঠাতে পারি। এই মিশন যদি সফল হয় তাহলে প্রয়োজনীয় পরীক্ষা শেষে আমরা মহাকাশে একজন মানুষ পাঠাবো।’ সূত্র: মেহের নিউজ।