সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

১৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ২৬ ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০১৭ 

news-image

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে এবার ৬০টি দেশের ১৮৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং এর মধ্যে ২৬টি থাকছে ইরানের চলচ্চিত্র।

এছাড়া এশীয় ফিল্ম প্রতিযোগিতায় ২৩টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক পারভিজ শাহবাজি পরিচালিত ‘মালারিয়া’, রেজা মিরকারিমির ‘ডটার’, কাভেহ অভেশির ‘প্যারিস, তেহরান’, সাইদ রোস্তায়াই’এর ‘লাইফ এন্ড এ ডে’ ও নাভিদ মাহমোদির ‘পারটিং’ চলচ্চিত্র থাকছে।

প্রয়াত চলচ্চিত্রকারকদের বিভাগে ইরানের প্রখ্যাত চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তমির ৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া ‘সিনেমা অব দি ওয়ার্ল্ড, ‘টিলড্রেন ফিল্ম’, ‘শর্ট এন্ড ইন্ডেপেন্টডেন্ট’ ও ‘স্পিরিচুয়াল’ মত নন্দিত ইরানি চলচ্চিত্র থাকছে। থাকছে নারী চলচ্চিত্রকার বিভাগে আরো চারটি ইরানি চলচ্চিত্র।

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশের একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর এবং দেশটির জাতীয় চলচ্চিত্র সংস্কৃতিতে ইতিবাচক ও সুখকর ধারা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশের রাজধানী ঢাকায় এ চলচ্চিত্র উৎসব আগামী ১২ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন