সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

১০০ আসন বিশিষ্ট যাত্রীবাহী বিমান বানাবে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ 

news-image

একশ আসন বিশিষ্ট যাত্রীবাহী বিমান উৎপাদন ও ‘ইরান-১৪০’ বিমানকে কার্গো বিমান হিসেবে ব্যবহার শুরু করার পরিকল্পনা করছে ইরান। ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থার প্রধান এই তথ্য জানান।

তৌরাজ দেহকানি জাঙ্গানেহ চলতি সপ্তাহের শুরুর দিকে বলেন, আমরা দেশে আকাশযান উৎপাদন কর্মসূচি সম্প্রসারণ করছি। সে অনুযায়ী, ইরান-১৪০ বিমানকে কার্গো বিমান হিসেবে ব্যবহার করা হবে। এটা সামরিক ইউনিটে ব্যবহৃত হবে।

তিনি বলেন, এছাড়াও আমরা একশ আসন বিশিষ্ট যাত্রীবাহী বিমানের উৎপাদন লাইন চালু করার জন্য কাজ করে যাচ্ছি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।