রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

হেরাত নারী চলচ্চিত্র উৎসবে ‘খাতেমে’র অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২০ 

news-image

আফগানিস্তানের হেরাত আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড জিতলো ইরানি প্রামাণ্যচিত্র ‘খাতেমেহ’। চলচ্চিত্র উৎসবটির এবারের ষষ্ঠতম আসরে ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার প্রামাণ্যচিত্রের স্বীকৃতিস্বরূপ ‘আরিং স্ট্যাচু’ লাভ করে।
 
ইরানি প্রামাণ্যচিত্রটি বানিয়েছেন জারেইয়ের দুই ভাই মেহদি ও হাদি। ছবিটিতে এক আফগান কিশোরীর কাহিনি তুলে ধরা হয়েছে। সে ইরানের শিরাজে বসবাস করে।ইচ্ছার বিরুদ্ধে পরিবারের চাপে তাকে মৃত বোনের স্বামীকে বিয়ে করতে হয়। কিছু দিন পর সে স্বামী ও তার ভাইদের নির্যাতন ও মারধরের হাত থেকে বাঁচতে পালিয়ে যায় এবং শিরাজের জনকল্যাণমূলক সংস্থায় আশ্রয় গ্রহণ করে।

চলচ্চিত্রটিতে ‘থাতেমে’র জনকল্যাণমূলক সংস্থার হেল্প সেন্টারে আশ্রয় গ্রহণ থেকে শুরু করে ডিভোর্স দেয়া পর্যন্ত জীবনী তুলে ধরা হয়েছে। ছবিটি ইতোমধ্যে ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, লিপজিগ, ফ্লোরেন্স, প্রাগ এবং সিনেমা ভেরাইটে দেখানো হয়েছে এবং কিছু সংখ্যক পুরস্কারও জিতে নিয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।