বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

সুসজ্জিত ও অলঙ্কৃত কোরআনটির সংকলনে লাগল ১৮ বছর!

পোস্ট হয়েছে: জুন ১, ২০১৬ 

news-image
ইরানের এক দল ক্যালিগ্রাফি শিল্পী কোরআনের অনন্য এক সংকলন শেষ করেছেন। ধারণা করা হচ্ছে এমন অলঙ্কারময় কোরআনের সংকলন এর আগে করা হয়নি। ইরানি মুদ্রায় এ সংকলনের কাজে ব্যয় হয়েছে ৬০ বিলিয়ন রিয়াল এবং মার্কিন ডলারে যা ১৭ লাখ ডলারেরও বেশি। ইস্ফাহানের জানফাজা পরিবার এ ব্যয় বহন করেছে। ওই পরিবারের বড় পুত্র মেহেদি জানফাজা এ প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। এ খবর দিয়েছে গত সোমবার তাসনিম বার্তা সংস্থা। মেহেদি জানফাজার পিতার ইচ্ছা অনুসারে এই মহান কাজটি সম্পন্ন করা হচ্ছে।
ইরানের ক্যালিগ্রাফি শিল্পী হিসেবে যারা প্রখ্যাত তাদের মধ্যে রেজা কাদেরানমোহাম্মদ আলি সায়েইমাজিদ সাদেকজাদেহগোলামরেজা মাহুরির মত বিখ্যাত শিল্পীরা গত ১৮ বছর ধরে কোরআনটির সংকলনে নিজেদের মেধা ও দক্ষতা ব্যয় করে এসেছেন। কোরআনটির সংকলনে হাতে তৈরি সোনালি কাগজ ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ১৪শ’ মণিমুক্তা। রুপালি কারুকাজে খচিত হয়ে উঠেছে আল্লাহর ১২০টি নাম। ৫৭ বাই ৪২ সেন্টিমিটার আকারের এ পবিত্র কোরআনটিতে পৃষ্ঠা রয়েছে ১৭৫টি। যার প্রতিটি পৃষ্ঠা সুসজ্জিত ও অনন্য নকশায় উদ্ভাসিত হয়ে উঠেছে। আগামী ১৩ থেকে ২৮ শে জুন তেহরানে যে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে এ কোরআন শরীফটি প্রদর্শিত হবে। এ কোরআনটি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে একটি এতিমখানা প্রতিষ্ঠা করবে জানফাজা পরিবার। সূত্র: তেহরান টাইমস