রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিগগিরই বাজারে আসছে ইরানে তৈরি করোনা চিকিৎসার ওষুধ

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২০ 

news-image

ইরানের তৈরি করোনাভাইরাস চিকিৎসার ওষুধ রেমডেসিভির আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে। এটি ইরানের তৈরি প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় প্রয়োগ করা হবে।

ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রী ড. সাইদ নামাকি বুধবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরানের দেশীয়ভাবে তৈরি প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির আগামী সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাবে।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো নির্ভরযোগ্য ও কার্যকর ওষুধ নেই। তবে অপেক্ষাকৃত কার্যকর হিসেবে চিকিৎসকরা দুটি ওষুধ সেবনের পরামর্শ দেন। ওষুধ দুটি হলো- রেমডেসিভির ও ফাভিপিরাভির। সূত্র: মেহর নিউজ এজেন্সি।