শুক্রবার, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

শামস ও রুমি আন্তর্জাতিক কনফারেন্স সেপ্টেম্বরে

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২২ 

news-image

শামস তাবরিজি ও মাওলানা জালালুদ্দিন রুমি ৮ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ইরানের খোয় কাউন্টিতে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তুরস্ক, ভারত, ইরাক, আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং পাকিস্তানসহ ১৫টিরও বেশি দেশি-বিদেশী বিশ্ববিদ্যালয় এবারের সম্মেলন আয়োজনে বৈজ্ঞানিকভাবে সহযোগিতা করছে।এপর্যন্ত দেশি-বিদেশি পণ্ডিতদের কাছ থেকে ফারসি সাহিত্য ও রহস্যবাদের ওপর ২৪০টিরও বেশি গবেষণাপত্র সম্মেলনের সচিবালয়ে পাঠানো হয়েছে।উল্লেখ্য, শামস-ই তাবরিজির সমাধি পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টিতে অবস্থিত।বিখ্যাত চিন্তাবিদ শামস তাবরিজির স্মরণে ২৯ সেপ্টেম্বর ‘শামস দিবস’ পালিত হয়।ইরানে শামস এবং রুমির স্মরণে উৎসব, সম্মেলন, সেমিনারের পাশাপাশি ওয়েবিনার সহ অসংখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।