রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

শহীদ আলিরেজা নূরের বায়োগ্রাফি প্রকাশিত

পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২১ 

news-image

ইরানের সিনিয়র আইআরজিসি কমান্ডার আলিরেজা নূরের বায়োগ্রাফি প্রকাশিত হয়েছে। ইরানে রেলওয়েতে প্রথম কাজ শুরু করেছিলেন তিনি। দেশের জন্যে ইরান-ইরাক যুদ্ধ যোগ দেন আলিরেজা। ১৯৮২ সালে ওই যুদ্ধে তিনি একটি হাত হারান। এর চার বছর পর কারবালা অভিযানে তিনি শহীদ হন। সেসময় তিনি ২৭তম মুহাম্মদ রাসুলুল্লাহ ডিভিশনের ডেপুটি কমান্ডার ছিলেন। আলিরেজাকে নিয়ে বইটি লিখেছেন গোলালি বাবাই। জাহরা জামানির গবেষণা থেকে লেখক এ বইটি লেখেন। লেখক বলেন, আমি খুব খুশি কারণ আমাদের দেশের এক মহান বীরকে নিয়ে বইটি লিখতে পেরেছি। যে গবেষণা পত্র থেকে বইটি লেখার রসদ পেয়েছি সেখান থেকে আমি আলিরেজার বিপ্লবের প্রতি তার ভালবাসা, উদারতা ও বীরত্ব সম্পর্কে শিখতে পেরেছি।

বইটি প্রকাশনা অনুষ্ঠানে আলিরেজার পুত্র হামাদ বক্তব্য রাখেন। হামাদ বলেন, এ বই তার বাবার শৈশব থেকে শুরু করে কর্মস্থল ও দেশমাতৃকা রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার বিস্তারিত বিবরণ উঠে এসেছে। তেহরান টাইমস