সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

লেবাননকে যেকোন সাহায্য দিতে প্রস্তুত ইরান: জারিফ

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, লেবানন বিস্ফোরণের পর দেশটির জন্য যেকোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত তেহরান। মঙ্গলবার জাওয়াদ জারিফ তার সরকারি টুইটার একাউন্টে একথা বলেছেন। 

তিনি বলেন, লেবাননের মহান জনগণের জন্য ইরানি জাতির পক্ষ থেকে সহানভূতি এবং দোয়া রয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক লেবাননের জনগণ এবং সরকারের প্রতি তাদের মনোবল অক্ষুন্ন রাখার আহ্বান জানান।

এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি লেবাননের প্রেসিডেন্ট, সরকার এবং জনগণের জন্য হৃদয় নিংড়ানো সমবেদনা জানিয়েছেন। তিনিও ইরানরে পক্ষ থেকে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কথা ঘোষণা করেছেন।

গতকাল সন্ধ্যায় বৈরুত বন্দরের রাসায়নিক গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটে। এর প্রচণ্ডতায় পুরো বৈরুত শহর কেঁপে ওঠে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মানুষের চিৎকার ও ছুটোছুটি দেখা যায়। বাড়িঘরের জানালার কাঁচ ও ব্যালকনি ভেঙেও অনেকে আহত হন।পার্সটুডে/