রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাশিয়া-চেচনিয়ার সাথে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০২২ 

news-image

রাশিয়া ও চেচনিয়ার সাথে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ইসলামি প্রজাতন্ত্র ইরান।রোববার ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী রুশ ও চেচেন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। এসময় তারা পর্যটন সম্পর্কের উন্নয়ন ও বিস্তারের বিষয়ে আলোচনা করেন।ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী আসগার শালবাফিয়ান মস্কো পর্যটন কমিটির প্রধান ইয়েভজেনি কোজলভ এবং চেচেন পর্যটন মন্ত্রী মুসলিম বাইতাজিয়েভের সাথে ওই বৈঠক করেন।বৈঠকে মস্কো পর্যটন কমিটির উপপ্রধান তাতিয়ানা চরশাভিস্টস্কায়া, মস্কো ট্যুরিজম কমিটির প্রকল্প প্রধান ওরহান রেজায়েভ, মস্কো বৈদেশিক অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপ-পরিচালক সের্গেই বারাতোভ পর্যটনের ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। সূত্র: মেহর নিউজ।