রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুক্তরাষ্ট্রে সেরা ছবির অ্যাওয়ার্ড পেল ইরানের ‘সারভ্যান্ট’

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০১৭ 

news-image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘২০১৭ সিলভার স্ক্রিম ফেস্টিভ্যালে’ সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ছবির অ্যাওয়ার্ড পেয়েছে ইরানি ছবি ‘দ্য সারভ্যান্ট’। ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা ফারনুশ আবেদি।

পরিচালকের তথ্য মতে, ‘সারভ্যান্ট’ চলচ্চিত্রটি প্রভু ও তার দাসের কাহিনিকে ঘিরে নির্মিত। এখানে দাসের ভূমিকায় দেখা যাবে রাক্ষুসে পোকা তেলাপোকাকে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারবে যে সে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। সুতরাং তেলাপোকা টেবিল উল্টে দেয়ার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত খেলা নিজের অনুকূলে ঘুরিয়ে দিতে পারবে।

‘সারভ্যান্ট’ এর আগেও কিছু সংখ্যক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে। গত ফেব্রুয়ারিতে লন্ডন স্বতন্ত্র চলচ্চিত্র উৎসবে ছবিটি সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেয়েছে। সূত্র : মেহের নিউজ।