রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

মহিলা ফুটসাল ওয়ার্ল্ড টুর্নামেন্টে অংশ নেবে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২০ 

news-image

মহিলা ফুটসাল ওয়ার্ল্ড টুর্নামেন্টে অংশ নেবে ইরানের নারী ফুটসাল দল। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) তাদের নারী দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ডিসেম্বরে ব্রাজিলে নারী ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দু-দুবারের এশিয়া চ্যাম্পিয়ন ইরানি নারীরা এপর্যন্ত তিন বার মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে। আসন্ন আন্তর্জাতিক ইভেন্টটিতে ইরান ও জাপান এশিয়ার প্রতিনিধিত্ব করবে।

মহিলা ফুটসাল ওয়ার্ল্ড টুর্নামেন্ট প্রথমবার অনুষ্ঠিত হয় স্পেনে ২০১০ সালে। প্রথম আসরে শিরোপা জয় করে ব্রাজিল। দেশটি টানা ছয় বার টুর্নামেন্ট জিতেছে। এছাড়া আর কোনো দল শিরোপা ঘরে তুলতে পারেনি। সূত্র: তেহরান টাইমস।