রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেতে পারে শিরাজের ঐতিহাসিক গঠনবিন্যাস

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২২ 

news-image

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের রাজধানী শিরাজের ঐতিহাসিক গঠনবিন্যাস জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভের সম্ভাবনা রয়েছে।একজন সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ সিমাক বাসিরি বলেছেন, শিরাজের ঐতিহাসিক গঠনটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হতে পারে। এটি এখনও জাতীয় ঐতিহ্যের তালিকায় নিবন্ধিত হয়নি। তবে ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পূর্বশর্ত হচ্ছে জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়া। খবর বার্তা সংস্থা ইলনার।

বাসিরি সোমবার আরও জানান, শিরাজের ঐতিহাসিক টেক্সচারটি ইরান এবং এমনকি পশ্চিম এশিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ।তিনি বলেন, এই এলাকায় সাফাভি ও কাজার যুগের পাশাপাশি পাহলভি যুগের বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। প্রত্নতাত্ত্বিকতা এবং পর্যাপ্ত বাজেটের অভাবে গত দুই দশকে ঐতিহাসিক গঠনবিন্যাসটি ধ্বংস ও অবক্ষয় প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। তবে আজ বেসরকারি খাতের অংশগ্রহণে পুনরুদ্ধার এবং সুরক্ষামূলক অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।