রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

বন্ধু ও মিত্র দেশে হেলিকপ্টার সরঞ্জাম রপ্তানি করছে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ 

news-image

ইরান সফলভাবে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছে জানিয়ে ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের (আইএআইও) প্রধান বলেছেন, ইরান অন্যান্য বন্ধুত্বপূর্ণ এবং মিত্র দেশগুলিতে হেলিকপ্টার তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রপ্তানি করছে।মেহর নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে কথা বলার সময় সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আফশিন খাজেহ ফারদ একথা বলেন।তিনি বলেন, ইরান বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় হেলিকপ্টার বহর উপভোগ করে। এই বহরের মধ্যে বিভিন্ন ধরণের পূর্ব, পশ্চিম এবং ইউরোপীয় হেলিকপ্টার রয়েছে।ইরান এই ক্ষেত্রে বিদেশী দেশগুলির উপর নির্ভরশীল নয় বলে উল্লেখ করে খাজেহ ফারদ বলেন, সৌভাগ্যবশত, আমরা নিষেধাজ্ঞা অতিক্রম করেছি এবং আজ আমরা অন্যান্য বন্ধুত্বপূর্ণ এবং মিত্র দেশগুলিতে প্রকৌশল পরিষেবা রপ্তানি ও সরবরাহ করি।‘অনেক বছর ধরে ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলির সহযোগিতায় সব ধরণের হেলিকপ্টার তৈরির জন্য বিশ্বমানের অনুরূপ প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে’ বলেন তিনি। সূত্র: মেহর নিউজ।