সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রয়োজনীয় ওষুধের ৯৭ শতাংশ ও কাঁচামালের ৬৭ শতাংশ ইরানেই তৈরি হচ্ছে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৯ 

news-image

ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেছেন, তার দেশে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ওষুধ উৎপাদনে কাঁচামালের দুই তৃতীয়াংশ ইরানেই পাওয়া যাচ্ছে। বাকি যে ৩ শতাংশ ওষুধ আমদানি করা হচ্ছে তাও আগামী কয়েক বছরের মধ্যে ইরানের নলেজড-বেসড কোম্পানিগুলো উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী ও ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে এক বৈঠকের পর সাইদ নামাকি বলেনইরানের ওষুধ কোম্পানির প্রয়োজনীয় ৬৭ শতাংশ কাঁচামাল তার দেশেই তৈরি হয়। একই সঙ্গে বিভিন্ন ধরনের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রফতানি করছে ইরান।

ইরানের প্রেসিডেন্টের অফিসের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ ওষুধ উৎপাদনের বিষয়টি সরাসরি তদারকি করছে। গত জুলাই মাসে ইরানের পক্ষ থেকে ৮টি নতুন ওষুধ তৈরির ঘোষণা দেয়া হয়। এই ৮টি ওষুধ আলবোর্জ নামে ইরানের একটি নলেজড-বেসড কোম্পানি তৈরি করে। এছাড়া মাইক্রো-পেলট্যামপ্যারাজোলট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইডন্যালট্রেক্সোন বেসসিটালিপটিন ফসফেটপিও গ্লিয়াটজোনসহ বিভিন্ন ওষুধ তৈরি করছে ইরান যা আগে বিদেশ থেকে আমদানি করা হত। ফার্স নিউজ।