সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রতিবেশী দেশে ৩১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানিতে সক্ষম ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২০ 

news-image

প্রতিবেশী ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে ৩১ বিলিয়ন ডলারের পণ্যসামগ্রী রপ্তানির সর্বোচ্চ সম্ভাবনা উপভোগ করে ইরান। মঙ্গলবার এই মন্তব্য করেছেন ইরান-ইরাক চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইয়াহইয়া আল-ই ইসহাক।

তিনি বলেন, রপ্তানি বাড়াতে রপ্তানিভিত্তিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় নিতে হবে এবং দেশের রপ্তানি জোরদার করতে হলে পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে।

ইরান-ইরাক চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আরও জানান, পরিসংখ্যানে দেখা গেছে, ১৫টি প্রতিবেশী দেশের সাথে ইরানের বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার বিলিয়ন ডলার।

প্রতিবেশী ১৫টি দেশে ৫০ কোটি মানুষ বসবাস করে উল্লেখ করে আল-ই ইসহাক বলেন, এসব দেশে ইরানের ২০০ থেকে ২৫০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি সক্ষমতা রয়েছে। ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে ইরানের যথাক্রমে ২০, ৬ ও ৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্যসামগ্রী রপ্তানির সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।