রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারিসে পর্দা নামল ইরানি চলচ্চিত্র উৎসবের

পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৭ 

news-image

ফ্রান্সে পর্দা নামল ইরানি চলচ্চিত্র উৎসব ‘সিনেমা অব ইরান’এর ৫ম আসরের। বুধবার রাজধানী প্যারিসের নুয়েল ওডিওন সিনেমায় সপ্তাহব্যাপী এ উৎসব শুরু হয়। চলে ২০ জুন পর্যন্ত।

আয়োজকরা জানান, চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ইরানের সর্বশেষ নির্মিত ছবি, তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি সমৃদ্ধ তালিকা করা হয়। এছাড়া উৎসব চলাকালীন কয়েক ডজন মিটিং ও পর্যালোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়।

এবারের আসরে যেসব ছবি দেখানো হয় তার মধ্যে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মজিদ মাজিদির ‘দ্য সিক্রেট অব বারান’, রাখশান বানি-ইতেমাদের ‘দ্য ব্লু ভেইল’ ও আব্বাস কিয়ারোস্তামি পরিচালিত ‘টেইক মি হোম’ অন্যতম।

এছাড়া এসিড আক্রমণের প্রশংসিত নাটক লান্তুরিও দেখানো হয়। নাটকটির পরিচালক রেজা দরমিশিয়ান ও এর অভিনেতা নাভিদ মোহাম্মাদজাদেহ প্যারিসে উৎসবের পর্যালোচন অধিবেশনে যোগ দেন।

সূত্র: তেহরান টাইমস।