সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরিবেশগত ক্ষতির পরিমাপে ডিমের খোসা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০১৬ 

news-image

ইরানে পরিবেশগত ক্ষতির পরিমাপ করতে দেশটির বিজ্ঞানীরা ডিমের খোসা ব্যবহার করে সাফল্য পেয়েছেন। বিশেষ করে পরিবেশে পারদের পরিমাণ বুঝতে ডিমের খোসা সহজেই কাজে লাগানো যাবে বলে মনে করছেন ইরানের একদল বিজ্ঞানী। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা ইসনা।

আজারবাইজান শহীদ মাদানি বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক বিজ্ঞানী হাবিব রাজমি, জাভেদ মোসাভি ও রাহিম মোহাম্মদ-রেজায়ি এক গবেষণায় দেখতে পেয়েছেন পরিবেশে পারদের দূষণ শুধু ক্ষতিকর নয় তা দূর করা ব্যয়বহুল ও জটিল কাজ। এছাড়া ব্যয়বহুল প্রযুক্তি ছাড়া পারদ অপসারণ সম্ভব হয় না। কিন্তু গবেষকরা দেখেছেন ডিমের খোসা ব্যবহার করে কম খরচে ও সহজেই পারদ চিহ্নিত করা যায়। এবং এক্ষেত্রে পারদের পরিমাণ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব। তাদের এ গবেষণা প্রবন্ধটি মাইক্রোকিমিকা এ্যাক্টা জার্নালে প্রকাশিত হয়েছে।সূত্র: তেহরান টাইমস