বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

নয় মাসে ইরানের আর্থিক প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২১ ডিসেম্বর ২০১৯) ইরানে আর্থিক প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ২ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইরান (সিবিআই) এর গভর্নর আব্দুল নাসের হেম্মাতি এই তথ্য জানিয়েছেন।
 
এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, সিবিআই এর প্রতিবেদন মতে, উল্লিখিত নয় মাসে ইরানে তেল-বহির্ভূত আর্থিক প্রবৃদ্ধি দাঁড়ায় ৩ দশমিক ৩ শতাংশে। অন্যদিকে ওই সময়ে তেলসহ এই প্রবৃদ্ধি দাঁড়ায় ১ দশমিক ২ শতাংশে।

তিনি বলেন, কৃষি, শিল্প-মাইনিং ও সেবা খাতে প্রবৃদ্ধি হয় যথাক্রমে ৭ দশমিক ৮ শতাংশ, ৭ শতাংশ ও ১ দশমিক ২ শতাংশ। প্রবৃদ্ধি অর্জনে এই তিন খাতের মূল অবদান ছিল। নিকট ভবিষ্যতে এবং করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলার পর উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ ব্যাংক কর্মকর্তা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।