রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ন্যানোপ্রযুক্তি নিবন্ধ প্রকাশে বিশ্বে চতুর্থ ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০১৯ 

news-image

বিগত ২০১৮ সালে ১ লাখ ৬৬ হাজারের অধিক ন্যানোপ্রযুক্তি বিষয়ক কাগজ প্রকাশিত হয়েছে ইরানে। যা প্রকাশ করা হয়েছে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ওয়েব পোর্টালে। ইরান থেকে প্রকাশিত এসব নিবন্ধ বৈশ্বিকভাবে প্রকাশিত সর্বমোট নিবন্ধের প্রায় ১০ শতাংশ।

২০১০ সাল থেকে ন্যানোপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে ‘স্ট্যাটন্যানো’ পোর্টাল। পোর্টালটির ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন বলছে, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ওয়েব পোর্টালে ১ লাখ ৬৬ হাজারের অধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। এই আর্টিকেল সংখ্যা ২০১৭ সালের চেয়ে ৭ শতাংশ বেশি। 

ইরান ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের (আইএনআইসি) তথ্যমতে, বিশ্বে শীর্ষ ন্যানোপ্রযুক্তি বিষয়ক নিবন্ধ প্রকাশকদের তালিকায় ইরান চতুর্থ অবস্থানে রয়েছে। ২০১৮ সালের এই তালিকায় চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের পরেই দেশটির অবস্থান। 

তালিকায় ইরানের পরে ৫ম থেকে ২০তম অবস্থান তথা শীর্ষ বিশে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়া, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, স্পেন, ইতালি, আস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, ব্রাজিল, তাইওয়ান, তুরস্ক, পোল্যান্ড ও মিশর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।