শুক্রবার, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ন্যানোপ্রযুক্তিতে সহযোগিতা বাড়াবে ইরান-আরমেনিয়া

পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০১৮ 

news-image

ন্যানোপ্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চায় ইরান ও আরমেনিয়া। এই ক্ষেত্রে ভবিষ্যত সহযোগিতা জোরদারের জন্য গত ১৫ই আগস্ট বুধবার আলোচনায় মিলিত হন জেরেভানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত  সাইয়্যেদ কাজেম সাজ্জাদি ও আরমেনিয়ার শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী আরায়িক হারুতুনিয়ান।

বৈঠকে কাজেম সাজ্জাদি বলেন, দুদেশের একাডেমিক কেন্দ্রগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নাটকীয় অগ্রগতী হয়েছে। তবে নতুন প্রযুক্তি ও ন্যানোবিজ্ঞানের মতো কিছু ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি এখনও গুরুত্বসহকারে নেওয়া হয়নি। ন্যানোপ্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি তুলে ধরে তিনি আরও বলেন, এক্ষেত্রে বিশ্ব র‌্যাংকিংয়ে ইরান চতুর্থ অবস্থানে রয়েছে এবং এই ক্ষেত্রে তার দেশ ব্যাপক অগগ্রতি অর্জন করেছে।

সাজ্জাদি বলেন, আরমেনিয়া যদি প্রস্তুত থাকে তাহলে ইরানিরা আরমেনিয়ায় এই প্রযুক্তি হস্তান্তর করতে পারে। অথবা দেশটি চাইলে তাদের স্কুল, বিশ্ববিদ্যালয় ও ল্যাবগুলোতে এসব বিষয়ে পাঠদান করতে পারে ইরান।

সূত্র: মেহর নিউজ এজেন্সি।