রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

নেদারল্যান্ডসে ইরানি ছবির প্রথম পুরস্কার লাভ

পোস্ট হয়েছে: অক্টোবর ২১, ২০২১ 

news-image

নেদারল্যান্ডসে জিরোওয়ানথ্রি সিনেকিট্টা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার জিতেছে ইরানি ড্রামা ‘নো চয়েজ’। টিলবার্গে ১৩ থেকে ১৭ অক্টোবর আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়।

রেজা দরমিশিয়ানের পরিচালনায় চলচ্চিত্রটিতে তিন নারীর গল্প বর্ণনা করা হয়েছে। নির্ধারিত একজন আইনজীবী যখন গৃহহীন একটি মেয়ের পক্ষে ডাক্তারের বিরুদ্ধে মামলা করেন তখন তারা বিবাদে লিপ্ত হয়। ১৬ বছর বয়সী ওই গৃহহীন মেয়ে টাকার জন্য কাজ করে। একজন মানবাধিকার আইনজীবী তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু অনিবার্যভাবে তাকে সমস্যার সম্মুখীন হতে হয়।

উৎসবে দ্বিতীয় পুরস্কার জিতেছে বেট্টিনা ওবেরিল পরিচালিত সুইজারল্যান্ডের ছবি ‘মাই ওয়াল্ডারফুল ওয়ান্ডা’। সূত্র: তেহরান টাইমস।