রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

নেজামি গাঞ্জাভি দিবসে বর্ণিল সাজে তেহরানের আজাদি টাওয়ার

পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২২ 

news-image

ফারসি কাব্য-সাহিত্যের এক জ্বলজ্বলে তারকা খ্রিস্টীয় দ্বাদশ শতকের অমর ইরানি কবি নেজামি গাঞ্জাভি। সেই সময়কার ফারসি সাহিত্য ধারার অন্যতম প্রধান ব্যক্তিত্বও বলা হয় তাকে। ফারসি কাব্য সাহিত্যে নেজামির অবদান কালোত্তীর্ণ হয়ে আছে এবং তা কখনও অবলুপ্ত হবে না।১১ মার্চ প্রখ্যাত এই ফারসি কবির স্মরণে নেজামি দিবস উদযাপনের জন্য তেহরানের আজাদি টাওয়ার আলোকিত করা হয়।ইরানি কবি সম্পর্কে আজারবাইজান প্রজাতন্ত্রের কিছু মিথ্যা দাবির প্রতিক্রিয়ায় এই বছর দিবসটি উদযাপন এক সপ্তাহ ধরে চলবে।নেজামি ফারসি সাহিত্যে নতুনত্ব ও অভিনবত্ব যোগ করে এক নতুন ধারার জন্ম দিয়ে গেছেন। সৃজনশীল শব্দ ব্যবহার ও শব্দ চয়ন তার কবিতাকে দিয়েছে বিশেষ নান্দনিক সৌন্দর্য ও সুমিষ্টতা। বীরত্বগাথা ও প্রশংসাসূচক কবিতা রচনায় সৃজনশীলতার কারণে নেজামি ফারসি সাহিত্যে এক অক্ষয় অবস্থান ও সম্মানের অধিকারী হয়েছেন।কবিতা রচনার ক্ষেত্রে নিজামী প্রচলিত সব সাধারণ জ্ঞানের অভিজ্ঞতা ছাড়াও চিকিৎসা,দর্শন, জ্যোতির্বিদ্যা ও সঙ্গীত শাস্ত্রের অভিজ্ঞতাকেও কাজে লাগিয়েছেন। সূত্র: তেহরান টাইমস ও পার্স টুডে।