রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘দি সিলুয়েটস’ চেক ফিল্ম ফেস্টিভালে পেল প্রোগ্রেস অ্যাওয়ার্ড

পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০১৯ 

news-image

ইরানি চলচ্চিত্রকার আফসানে সালারির চলচ্চিত্র দি সিলুয়েটস’ চেক প্রজাতন্ত্রে আয়োজিত কারলভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ডকস ইন প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছে। এই পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ৫ হাজার ইউরো। ইরান ও ফিলিপাইনের যৌথ উদ্যোগে এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ইরানে আশ্রয় নেয়া একটি আফগান পরিবারের কাহিনীর ওপর ভিত্তি করে। যে পরিবারটি আফগানিস্তান ছেড়ে ইরানের এসেছে ৪০ বছর ধরে। এই পরিবারটির ছেলে যে কি না পুনরায় তার জন্মভূমিতে ফিরে যেতে চায়। কিন্তু তার পরিবার তা চায় না। ভবিষ্যত ও অতীতের মধ্যে এক ধরনের পারিবারিক দ্বন্দ্বের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। মেহর