রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

দাশতেস্তানে বিপন্ন ইরানি চিতার সন্ধান

পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০২১ 

news-image

ইরানের বুশেহর প্রদেশের দাশতেস্তান অঞ্চলে একটি বিপন্ন ইরানি চিতার দেখা মিলেছে। শহরটির পরিবেশ দপ্তরের প্রধান তাহেরে মুসাভি জানান, ক্যামেরা ফাঁদের মাধ্যমে চিতাটির সন্ধান মিলেছে।

বৃহস্পতিবার তিনি বলেন, বুশেহর প্রদেশ ও বিশেষ করে দাশতেস্তান শহর ইরানি চিতার অন্যতম সেরা আবাসস্থল।

মুসাভি আরও জানান, দাশতেস্তানে ক্যামেরা ট্র্যাপ ব্যবহার করে একটি ইরানি চিতার ছবি তোলা হয়েছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) ২০১৬ সাল থেকে ইরানি চিতাকে বিপন্ন প্রজাতি হিসেবে লাল তালিকাভুক্ত করে আসছে। তখন ধারণা করা হয়, ইরানি চিতার সংখ্যা ৮৭১ থেকে ১২৯০টির মতো। যা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য রা গেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।

পান্থের পারদুস তুলিয়ানা ইরান, তুরস্ক, ককাসাস, দক্ষিণ রাশিয়া, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানে জন্ম নেয়া একটি ফারসি প্রজাতি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।