রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান সিটি কাউন্সিলে নারীদের রেকর্ড জয়

পোস্ট হয়েছে: মে ২৪, ২০১৭ 

news-image
ইরানের রাজধানী তেহরানের সিটি কাউন্সিল নির্বাচনে রেকর্ড সংখ্যক জয় পেয়েছেন নারী প্রার্থীরা। এবারের ৫ম সিটি কাউন্সিল নির্বাচনে ২১ সদস্যের মধ্যে ছয় জনই নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। তেহরান টাইমসের খবরে বলা হয়আগের বারের তুলনায় ৫ম সিটি কাউন্সিল নির্বাচনে নারী কাউন্সিলরদের সংখ্যা দ্বিগুণ। যেখানে চতুর্থ সিটি কাউন্সিল নির্বাচনে নারী কাউন্সিলরদের সংখ্যা তিনের নিচে ছিল।
চতুর্থ সিটি কাউন্সিলে মোট সদস্যের সংখ্যা ছিল ৩১ জন। সেখান থেকে কমিয়ে ৫ম সিটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা করা হয়েছে ২১ জন। এ অবস্থায়ও ইরানের ইতিহাসে প্রথমবারের মতো তেহরানের সিটি কাউন্সিলে যোগ দিলেন ছয় নারী কাউন্সিলর।
নির্বাচিতারা হলেন শাহারবানু আমানি আঙ্গানেহ (৪)বাহারেহ আরভিন (৫)জাহরা সাদরাজম নুরি (১১)নাহিদ খোদাকারামি (১৬)জাহরা নেজাদবাহরাম (১৭) ও ইলহাম (১৯)।
চতুর্থ কাউন্সিলে নারী সদস্যের সংখ্যা ছিল এক দশমাংশ। এবারের ৫ম কাউন্সিলে নারী সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে এক তৃতীয়াংশে।
গত ১৯ মে ইরানে অনুষ্ঠিত ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সিটি কাউন্সিলের ভোটও গ্রহণ করা হয়।
সূত্র: তেহরান টাইমস।