বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে ৩৫ দেশের নৌবাহিনী প্রধানদের আন্তর্জাতিক সম্মেলন

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০১৮ 

news-image

ইরানের নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় দেশটির রাজধানী তেহরানে শুরু হচ্ছে চার দিনব্যাপী ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধানদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)– ২০১৮। আগামীকাল রোববার ৩৫ দেশের নৌবাহিনী প্রধানদের অংশগ্রহণে এই সম্মেলন শুরু হবে। শেষ হবে ২৫ এপ্রিল।

শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের নৌ বাহিনীর প্রধান রেয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবার ইরানের রাজধানী তেহরানে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধানদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)– ২০১৮ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২২ এপ্রিল সম্মেলন শুরু হয়ে শেষ হবে ২৫ এপ্রিল।

আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ৩৫টি রাষ্ট্রের নৌবাহিনী প্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা, সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাসমূহের প্রধান, মেরিটাইম বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক দলের প্রতিনিধিগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আইওএনএস সদস্য দেশগুলো ছাড়াও সম্মেলনে ক্যাস্পিয়ান সাগর উপকূলীয় দেশগুলোকে অতিথি হিসেবে অংশ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান ইরানি নৌ প্রধান।

উল্লেখ্য, সংস্থাটির ১ম সম্মেলন ২০০৮ সালে ভারতে, ২য় সম্মেলন ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতে, ৩য় সম্মেলন ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায়, ৪র্থ সম্মেলন ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় এবং ৫ম সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।