বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে গোলেস্তান গ্যালারিতে গ্রীষ্মকালীন চিত্র প্রদর্শনী

পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০১৬ 

news-image
ইরানের রাজধানী তেহরানে গ্রীষ্মকালীন চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ২২ জুলাই থেকে শুরু হওয়া এই প্রদর্শণীতে সেরা ১শ’ চিত্রশিল্পীর বাছাই করা ১শ’ চিত্রকর্ম স্থান পেয়েছে এছাড়া আরো ১২০টি সেরা চিত্রকর্ম প্রদর্শনীতে রাখা হয়েছে দর্শকদের জন্য। ১৯৫ জন ক্যালিগ্রাফি শিল্পের চিত্রকর্ম দর্শকদের কাছে নন্দিত হবে বলে আশা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি
 
গোলেস্তান গ্যালারির ঐতিহ্য এমনিতে প্রাচীন। তেহরান ছাড়াও  ইরানের অন্যান্য স্থান থেকে শিল্পীদের চিত্রকর্ম স্থান পাবে এ প্রদর্শনীতে।গ্যালারির পরিচালক লিলি গোলেস্তান জানানএ বছরের প্রদর্শনীতে চিত্রকর্মক্যালিগ্রাফি ও ভাস্কর্যগুলো থাকছে নিত্যনতুন ও ঐতিহ্যের মিশেলে অনন্য।
 
প্রদর্শনীতে চিত্রকর্ম বিক্রি হবে সর্বোচ্চ ৭০ হাজার ও সর্বনিম্ন ৩০ মার্কিন ডলারে। প্রদর্শনীতে অংশ নিচ্ছেন এমন ১৯৫ জন শিল্পীর মধ্যে ১৩০ জনই নারী। এদের অনেকেই বিদেশি বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদের চিত্রকর্মের জন্য বেশ প্রশংসিত হয়েছেন।প্রদর্শনী চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।