রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে কৃষি পর্যটন বিষয়ক কর্মশালা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২২ 

news-image

জাতীয় পর্যটন সপ্তাহ (২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) উপলক্ষে ইরানের রাজধানীর অদূরে পাকদাশতে কৃষি পর্যটন বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে। পাকদশতের পর্যটন প্রধান আসাদুল্লাহ তাজিক এই তথ্য জানিয়েছেন।বৃহস্পতিবার ব্যাখ্যা করে তিনি বলেন, কর্মশালার অংশ হিসেবে পাকদশতকে একটি আঞ্চলিক কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করা হবে এবং আরও পর্যটন খামার চালুর উপায় নিয়ে আলোচনা করা হবে।ইরানি এই কর্মকর্তা আরও বলেন, কৃষি পর্যটনকে উৎসাহিত করা গেলে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।কৃষি পর্যটন ভ্রমণ শিল্পের একটি অপেক্ষাকৃত নতুন শাখা। এই পর্যটনে পর্যটকরা গ্রামীণ এলাকায় স্থানীয়দের সাথে থাকার সুযোগ পান। এতে মাছ ধরা, কৃষি খামারে রাত্রিযাপন, শিক্ষামূলক কার্যক্রম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: তেহরান টাইমস।