রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কে ৫০০ বছরের পুরনো কাঠের মসজিদ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০১৬ 

news-image

তুরস্কের পর্যটন শহর “উর্দু”য় ৫০০ বছরের পুরনো কাঠের মসজিদগুলো পরিদর্শনের জন্য পর্যটকরা ভিড় জমাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, কাঠের নির্মিত এসকল মসজিদ নির্মাণের জন্য কোন প্রকার পেরেক অথবা সংযোগকারী সরঞ্জাম ব্যবহার করা হয়নি।

8690_765

তুরস্কের পর্যটন শহর “উর্দু” দেশটির উত্তরাঞ্চলে কৃষ্ণ সাগরে পাশে অবস্থিত। কাঠের তৈরি অনেক মসজিদই ঐ শহরে রয়েছে।

৫০০ বছরের পুরনো এসকল কাঠের মসজিদ সেলজুক এবং অটোমান রাজত্বকালে নির্মাণ করা হয়েছে। প্রাচীন এসব মসজিদের মধ্যে এখনো কয়েকটি মসজিদে জামায়াত সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।

তৎকালীন সেলজুক এবং অটোমান শাসক এশিয়ার তুর্কিদের নিকট থেকে বিশেষ প্রযুক্তি নিয়ে এসব কাঠের মসজিদ নির্মাণ করেছে।

8692_812-1

তুরস্কের পর্যটন শহর “উর্দু”য় এধরনের মসজিদের সংখ্যা প্রায় ৭০টি। মসজিদসমূহ অটোমান স্থাপত্যশৈলীতে সজ্জিত করা হয়েছে। দীর্ঘ দিন অতিবাহিত এবং পরিবেশগত সমস্যা ও আবহাওয়ার কারণে এসকল মসজিদ পুনর্নির্মাণ করার প্রয়োজন দেখা দিয়েছে।সূত্র: ইকনা