সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কের সাথে প্রযুক্তি সহযোগিতা বাড়াবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০১৯ 

news-image

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইতোমধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে ইরান ও তুরস্কের মধ্যে। এই সহযোগিতাকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা করছে দুই দেশ। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি এই তথ্য জানিয়েছেন।

ইরান-তুর্কি বৈজ্ঞানিক সহযোগিতা প্রসঙ্গে সাত্তারি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আন্তর্জাতিক যোগাযোগে তুরস্ক কেবল ভালো অগ্রগতি অর্জন করে নি, একই সাথে কৌশলগত অংশীদার হিসেবে ইরানের সাথে দেশটি দারুণ মিথস্ক্রিয়া গড়ে তুলেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তুরস্কের সাথে সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করছে ইরান। তুরস্কের প্রচুর বিজ্ঞানী রয়েছেন এবং ইরান তাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে যাচ্ছে বলে জানান তিনি।

সাত্তারি আরও জানান, ইরান ও তুরস্কের মধ্যে বৈজ্ঞানিক সম্পর্ক এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে নি। তবে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার দিক দিয়ে দুদেশের মধ্যেই অধিক সম্ভাবনা রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।