শুক্রবার, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকা উৎসবে ইরানি ছবির অ্যাওয়ার্ড লাভ

পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২০ 

news-image

বাংলাদেশের ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড জিতেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য `দ্যা ফিস্ট অব দ্যা গোট’। ছবিটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার সাইদ জামানিয়ান।

`দ্যা ফিস্ট অব দ্যা গোট’ নয় বছর বয়সী বালক সাইদের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তার বাবা ধর্মীয় প্রথা অনুযায়ী তার পোষা ছাগলটি কুরবানি করার সিদ্ধান্ত নেয়। সে তার বাবাকে পশুটি কুরবানি না করার জন্য থামানোর চেষ্টা করে।

জামানিয়ানের স্বল্পদৈর্ঘ্য ছবিটি নয় দিনের অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে সেরা শর্ট ফিকশন হিসেবে অনারেবল মেনশন লাভ করেছে।

১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১১ জানুয়ারি শুরু হয়ে পর্দা নামে ১৯ জানুয়ারি। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করে রেইনবো চলচ্চিত্র সংসদ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।