সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ডিজিটাল পর্যটন জোরদার করবে পূর্ব আজারবাইজান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২১ 

news-image

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশ ওই অঞ্চলে ডিজিটাল পর্যটন বিকাশের পরিকল্পনা করছে। সোমবার সিএইচটিএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জনসাধারণের কাছে পর্যটনের তাৎপর্য ব্যাখ্যা করা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রদেশের বাস্তব এবং সঠিক চিত্র প্রতিষ্ঠা করা এবং পর্যটন এলাকাগুলোর উন্নয়ন ও আধুনিকীকরণের মতো বিষয়গুলো প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অধিদপ্তরের এজেন্ডায় রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য গত বছরে প্রদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক আকর্ষণগুলোর ওপর শতাধিক ৩৬০-ডিগ্রি ভিডিও ক্লিপস, ২০টি মোশন গ্রাফিক্স ও ২০০ গ্রাফিক পোস্টার বানানো হয়েছে। পর্যটন উন্নয়নের এই নতুন পদ্ধতি থেকে উপকার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পর্যটকরা যাতে তথ্যবহুল ভ্রমণ সিদ্ধান্ত নিতে পারে সেজন্য দুটি নতুন বহুভাষিক ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এতে পর্যটকরা প্রদেশের পর্যটন সম্পর্কে বিস্তর তথ্য পাবেন। সূত্র: তেহরান টাইমস।