বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ট্রাম্পের মিথ্যাচার বিশ্বাস করতে বারণ মাইকেল মুরের

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২০ 

news-image
ইরান ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুর্দস ফোর্সের প্রধান শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানিকে নিয়ে ট্রাম্পের মিথ্যাচার বিশ্বাস না করতে আমেরিকার জনগণের প্রাতি আহ্বান জানিয়েছেন অস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর। বুধবার সকালে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা চালানোর পর এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই আহ্বান জানান।

আমেরিকানদের উদ্দেশ্যে মুর লেখেন, ‘‘স্মরণে রাখুন, ট্রাম্পের কাছ থেকে আপনারা যা কিছু শুনছেন এবং ইরান সম্পর্কে সে যা কিছুই বলেছে সবই মিথ্যা। অনেক অনেক কৃতজ্ঞতা, আজ রাতে মিডিয়াও এই যুদ্ধ সম্পর্কে তার মিথ্যা নিয়ে একই জিনিস বলেছে।’’

জনপ্রিয় ডকুমেন্টারি ‘বোলিং ফর কলামবাইন’ ও ‘ফারেনহেইট ১১/৯’ এর পরিচালক মুর বলেন, ‘‘আমি আপনাদের বলছি, এই সোলাইমানি আমেরিকায় হামলা চালানোর কোনো পরিকল্পনা করেনি। এগুলি সব ট্রাম্পের বানানো কথা।’’

ইরানের ইতিহাসে কিছু বিধ্বংসী ঘটনায় আমেরিকার হাত থাকার বিষয়ে কথা বলেন তিনি। বিশেষত ইরানে ১৯৫৩ সালের অভ্যুত্থানে মদদ দেয়া ও একজন স্বৈরশাসককে ইরানের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ১৯৮০ সালে ইরানে হামলা চালাতে সাদ্দাম হোসেইনকে সাহায্য করার প্রসঙ্গ তুলে ধরেন বিখ্যাত এই চলচ্চিত্রকার।  

মুর আরও লিখেন, ‘‘এটা আমাকে হতবাক করে ইরান কখনই এই দেশে হামলা চালায়নি, আমাদের দেশে কখনও বোমা ফেলেনি বা কোনো কিছু জ্বালিয়ে দেয়নি, এই মাটিতে কখনও কোনো আমেরিকানকে হত্যা করেনি, কখনও আমাদের ধ্বংস করার চেষ্টা করেনি। কিন্তু ভেবে দেখুন, আমরা তাদের সাথে কিরূপ আচরণ করেছি।’’

 
‘‘ইরান প্রতিশোধ নেয়া শুরু করেছে। আমি প্রার্থনা করি আমাদের স্বশস্ত্র বাহিনীর ছেলে-মেয়েরা সবাই ঠিকঠাক আছে। আমি আস্থা রাখি ও প্রত্যাশা করি ইরান তাদের প্রতিশ্রুতি রাখবে, কোনো আমেরিকান নাগরিককে হত্যা করবে না।’’ সূত্র: তেহরান টাইমস।