রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

 চেন্নাই উৎসবে আট ইরানি সিনেমা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৩ 

news-image

ভারতের চেন্নাইতে ১৪ ডিসেম্বর শুরু হয়েছে ২১তম চেন্নাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (সিআইএফএফ)। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবারের আসরে ইরানের আটটি চলচ্চিত্র সহ ৫৭টি দেশের মোট ১২৬টি চলচ্চিত্র অংশ নিয়েছে।

ইভেন্টে অংশ নেওয়া ইরানি চলচ্চিত্রগুলো হচ্ছে, মরিয়ম বাহরোলোলুমি পরিচালিত “আর্জেন্ট কাট অফ”, আরমান জাররিনকুবের “ওয়াল্টজ ফর থ্রি”, বেহরুজ সেবত রসুলের “মেলোডি”, হাদি মোহাক্কিকের “সেন্ট অফ উইন্ড”, মোহাম্মদ হামজেই-এর “ক্যাপ্টেন”, আসগর ইউসেফিনের “দ্য ডল”, হোসেইন মির্জামোহাম্মাদির ‘‘দ্য লেদার জ্যাকেট ম্যান’’ এবং বেহরুজ কারামিজাদের ‘‘এম্পটি নেট’’ । খবর ইলনার

ইরানি চলচ্চিত্র ছাড়াও উৎসবে অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, মেক্সিকো, তাইওয়ান, অস্ট্রেলিয়া, তাজিকিস্তান এবং তিব্বতের চলচ্চিত্র।

বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবের এবারের আসর শেষ হবে ২১ ডিসেম্বর। সূত্র: তেহরান টাইমস