রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

চার মাসে ১৭৩ মিলিয়ন ডলারের পেস্তাবাদাম রফতানি করেছে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০১৭ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে প্রায় ১৬ হাজার ৬৬০ টন পেস্তাবাদাম রফতানি করেছে ইরান। এ থেকে দেশটির আয় হয়েছে ১৭৩.৭৬ মিলিয়ন মার্কিন ডলার।

ইরান থেকে এসব পেস্তাবাদাম যুক্তরাষ্ট্র, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, বাহরাইন, ব্রাজিল, বুলগেরিয়া, তুরস্ক, কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, সুইডেন, মালয়েশিয়া, ভিয়েতনাম, নেদারল্যান্ড, থাইল্যান্ড, জাপান, রোমানিয়া ও হংকংয়ে রফতানি করা হয়েছে।

দেশটির শুল্ক প্রশাসনের তথ্যমতে, যথাক্রমে ওজন ও মূল্যের দিক থেকে গত বছরের একই সময়ের তুলনায় পেস্তাবাদাম রফতানি কমেছে ৪১ দশমিক ৮ শতাংশ ও ৩৬ দশমিক ৫ শতাংশ।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোজতাবা খোসরোতাজ বলেন, বিশ্ব পেস্তাবাদাম বাজারের অর্ধেকের বেশি পরিমাণ রফতানি করে কেবল ইরান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য পেস্তাবাদাম উৎপাদনে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী অঞ্চল বলে উল্লেখ করে তিনি। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।