সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

গিলানে সঙ্গীত উৎসব

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০১৭ 

news-image

ইরানের উত্তরাঞ্চল প্রদেশ গিলানে লোক সঙ্গীত উৎসব শুরু হচ্ছে ৩০ আগস্ট। সঙ্গীতশিল্পী, নাট্য পরিচালক ও অভিনেতা মাহমুদ ফারজিনজাদের নেতৃত্বে লোক সঙ্গীত দল ‘দিলমুন’ গিলানের রাজধানী রাশত’এ ওই কনসার্টে অংশ নিচ্ছেন।

রাশত’এর খাতাম-উল-আনবিয়া কালচারাল কমপ্লেক্সের আনসারি অডিটরিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে সেতার ও তনবাক পরিবেশন করবেন আরাশ এশকি। এছাড়া সাবার গোলামপুর, সোবহান সারাবি, নাভিদ লাহিজি, আলী আতহারি, হোওমান এশকি, রেজা ফাকোরি ও সামিরা ভাহেদের মত প্রখ্যাত শিল্পীরা এ কনসার্টে অংশ নিচ্ছেন।-ফিনান্সিয়াল ট্রিবিউন।