রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

কোভিড টিকার ব্যাপক উৎপাদনে যাচ্ছে ইরান-কিউবা

পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০২১ 

news-image

ইরানের সংসদে হেলথ কমিশন সদস্য ড. হোমাভোন সামেভা বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দুদেশের যৌথ উদ্যোগে টিকার এ গণউৎপাদন শুরু হবে। উৎপাদিত টিকা দুদেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হবে। তিনি কিউবার সঙ্গে ইরানের এধরনের টিকা উৎপাদনে খুশি বলেও জানান। তিনি বলেন, কিছু কিছু মিডিয়া কিউবা ইরানের সঙ্গে টিকার গণউৎপাদনে যাচ্ছে না বলে খবর প্রকাশ করেছে তা ভিত্তিহীন ও দুঃখজনক। তিনি বলেন, ইরানে কিউবার রাষ্ট্রদূত এ যৌথ উদ্যোগের জন্যে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানে এখন পর্যন্ত কোভিডের ৬ রকমের টিকা উৎপাদন চলছে। এর মধ্যে দুটি ইরানেই তৈরি হয়েছে। ইরান সরকার পর্যাপ্ত অর্থায়ন করেছে যা টিকার গবেষণা ও উৎপাদনকে সহজ ও দ্রুততর করছে। ইরানের অভ্যন্তরে টিকার উৎপাদনকে আমদানির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান। ইরান ও কিউবা যৌথ উদ্যোগে যে টিকাটি উৎপাদন করতে যাচ্ছে তা পাস্তুর ইনস্টিটিউটে প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে কিউবায় শেষ হওয়ার পর এর তৃতীয় ধাপের ট্রায়াল ইরানে প্রায় শেষ পর্যায়ে। মেহর