রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুস্তি প্রতিযোগিতায় ১১ বারের মতো চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: মে ১৪, ২০১৭ 

news-image

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২০১৭ সালের সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ১১ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইরান। এবারের আসরে ইরান চারটি স্বর্ণপদক, একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জ পদকসহ মোট সাতটি পদক জয় করে এ গৌরব অর্জন করেছে।

স্বর্ণ বিজয়ীরা হলেন রামিন তাহেরি, হোসেইন নুরি, মোস্তফা সালেহিজাদে ও বেহনাম মেহদিজাদেহ। রৌপ্য বিজয়ী হলেন আফশিন বিয়াবাঙ্গাড। বৃহস্পতিবার তিনি ভারতীয় প্রতিদ্বন্দ্বীকে ৩-১ ব্যবধানে ও কিরগিজ প্রতিদ্বন্দ্বীকে ৫-৪ ব্যবধানে পরাজিত করেন।

এছাড়া ইরানের সামান আবদেভালি ও আলী আরসালান ব্রোঞ্জ পদক জিতেছেন। এবারের আসরে এ নিয়ে মোট সাতটি পদক জয় করেছে ইরান। এর ফলে ১১ বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো দেশটি।

ইরানের পরে কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান অর্জন করেছে। সিনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ নয়াদিল্লিতে ১০ মে শুরু হয়েছে, চলবে ১৪ মে পর্যন্ত। সূত্র: মেহের নিউজ।