রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

কিছুদিনের মধ্যে ইরান-ইরাক রেল লাইন নির্মাণ শুরু: রুহানি

পোস্ট হয়েছে: এপ্রিল ৮, ২০১৯ 

news-image

ভ্রাতৃপ্রতীম দুই প্রতিবেশী দেশ ইরান ও ইরাকের মধ্যে গ্যাস এবং বিদ্যুত সংক্রান্ত বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এছাড়া, দু দেশের মধ্যে রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের জন্য কাজ শুরুর কথা বলেছেন তিনি।

তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির সঙ্গে শনিবারএক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, “বিদ্যুত, ও গ্যাস এবং সম্ভবত তেল রপ্তানির পরিকল্পনা অব্যাহত থাকবে। এই যোগাযোগ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্য দেশগুলোর মধ্যেও বিস্তৃত করতে চায়।”

ইরাকি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
প্রেসিডেন্ট রুহানি আশা করেন, গত মাসে ইরান ও ইরাকের মধ্যে রেল যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি হয়েছে তার আওতায় আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে। রুহানির ওই সফরে দু দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। ইরাকের সঙ্গে ইরানের ১,৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছে।-পার্সটুডে।