বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

কালজয়ী বিশ্বকোষ মসনবী’র গল্পভিত্তিক ইউটিউব চ্যানেল ছায়াপথ প্রকাশনীর যাত্রা শুরু ( ভিডিও )

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২১ 

news-image

বাংলাভাষায় বিশ্ববিখ্যাত সাধক, দার্শনিক ও মরমি কবি মওলানা জালাল উদ্দীন রূমী (র) এর মসনবী শরীফের চর্চা দিয়ে শুরু হল ইউটিউব চ্যানেল ছায়াপথ প্রকাশনীর যাত্রা। ঊর্ধ্বলোক বা আধ্যাত্মিক জগতের রূপক হিসেবে ছায়াপথের নামকরণ। ইংরেজিতে যাকে বলা হয় মিল্কিওয়ে এবং ফারসিতে বলা হয় কাহ্কাশান।

এই ভূখণ্ডে ইসলামের শাশ্বত বাণীর প্রচার ও প্রসার হয়েছে সুফি দরবেশদের মাধ্যমে। তারা ছিলেন রাতের বেলা আল্লাহর ইবাদতে নিমগ্ন সংসারবিরাগী রোহবান। আর দিনের বেলা জিহাদের ময়দানে অকুতোভয় অশ্বারোহী ফুরসান। বিশ্বজনীন সুফি দর্শন ও মননশীলতার কালজয়ী বিশ্বকোষ মওলানা রূমীর মসনবী শরীফ। মসনবী চর্চায় দীর্ঘ তিন যুগের সম্বল নিয়ে সমাজচিন্তায় আধ্যাত্মিকতার উজ্জীবন এবং আল্লাহ ও রাসূলের ভালোবাসার বাতাবরণে বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় চ্যানেলটি অঙ্গীকারাবদ্ধ। চ্যানেলটির পরিচালনা ও গল্প উপস্থাপনায় রয়েছেন বিশিষ্ট রূমি গবেষক ও লেখক ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। আগ্রহীদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।

https://youtube.com/channel/UCtf-sPVX1D-raRUaNYuvR6w