রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

এবছর ২৮ মিলিয়ন টন স্টিল উৎপাদন করবে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩, ২০১৯ 

news-image

চলতি ইরানি বছরের শেষ নাগাদ (২০ মার্চ ২০২০) ২৮ মিলিয়ন টন স্টিল উৎপাদন করবে ইরান। এই তথ্য জানিয়েছেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং খনি ও খনি শিল্প উন্নয়ন এবং সংস্কার সংস্থার (আইএমআইডিআরও) প্রধান নির্বাহী খোদাদাদ গারিবপুর।

খনিজ খাতে দেশীয় প্রযুক্তিগত জ্ঞানের জন্য দেশের নির্ভরযোগ্য সব বিশ্ববিদ্যালয় ও অ্যাকাডেমিক সেন্টারগুলোর সাথে আইএমআইডিআরও পৃথক পৃথকভাবে যোগাযোগ করেছে বলে তিনি জানান। তিনিস বলেন, এই উদ্দেশ্যে আইএমআইডিআরও চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর) ১৮টি গবেষণা প্রকল্প পরিচালনা করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় দুই গুণ বেশি।

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২০ মার্চ ২০২০) ইরান ২৮ মিলিয়ন টন স্টিল উৎপাদন করতে সক্ষম হবে বলে পুনরায় আশাবাদ ব্যক্ত করেন খোদাদাদ গারিবপুর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।