রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

এফআইভিবি চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ার দৌড়ে ইরান

পোস্ট হয়েছে: জুন ২৫, ২০২০ 

news-image

আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত ২০২১ সালে বিশ্ব ভলিবলের বড় দুই টুর্নামেন্ট অনূর্ধ্ব -১৯ ও অনূর্ধ্ব -২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ার দৌড়ে অংশ নিয়েছে ইরান।  

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভলিবল ফেডারেশনের (আইআরআইভিএফ) প্রধান মোহাম্মাদরেজা দাভারজানি বুধবার এফআইভিবি মহাপরিচালক ফ্যাবিও আজেভেদোর সাথে অনলাইন আলাপচারিতায় টুর্নামেন্টটি আয়োজনের এই প্রস্তাব দেন।

এফআইভিবি প্রধান বলেন, টুর্নামেন্ট দুটি আয়োজনে অন্যান্য দেশও আবেদন জানিয়েছে। এফআইভিবি আবেদনকারী দেশগুলোর অবস্থা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

এরআগে ইরান ১৯৯৭ সালে অনূর্ধ্ব -১৯ বালক বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০০৩ সালে অনূর্ধ্ব -২১ পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল।  

বাহরাইরানের রিফফায় ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয় করে ইরান অনূর্ধ্ব -২১ দল। এছাড়া ২০১৭ ও ২০০৭ সালে অনূর্ধ্ব -১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জয় করে দেশটি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।