বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)’র পবিত্র জন্ম-বার্ষিকী পালিত

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৬ 

news-image

ইরানসহ বিশ্বের নানা অঞ্চলে ৪ আগস্ট বৃহস্পতিবার পালিত হয়েছে হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)’র পবিত্র জন্ম-বার্ষিকী।

4bk8860ec66628bihp_800C450

হিজরি ১৭৩ সালের  ১ লা  জিলকদ জন্মগ্রহণ করেন বিশ্বনবী (সা.)’র আহলে বাইতের সদস্য ইমাম মুসা কাজিম (আ.)’র কন্যা ও ইমাম রেজা (আ.)’র বোন হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)।

4bk835f68ec485bgam_800C450

তিনি ২০১ হিজরির ১০ ই রবিউস সানি শাহাদত বরণ করেন ইরানের পবিত্র কোম শহরে। এ সময় তাঁর বয়স ছিল ২৮ বছর।

4bk8876906165bbgc7_800C450

শাহাদতের ১৭ দিন আগে সভেহ শহরের কাছে তার কাফেলার ওপর হামলা চালানো হলে তিনি আহত হন। বিশ্বনবী (সা.)’র আহলে বাইত ও নবী-বংশের শত্রুরা ওই হামলা চালায়।