রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে শিক্ষা গ্রহণ করছে সাড়ে ৫ লাখ বিদেশি শিক্ষার্থী  

পোস্ট হয়েছে: মে ৯, ২০২২ 

news-image

প্রায় ৫ লাখ ২৭ হাজার বিদেশি শিক্ষার্থী ইরানে পড়ালেখা করছে। এদের বেশিরভাগই আফগান নাগরিক। বাকিরা বাংলাদেশ, পাকিস্তান, ইরাক এবং অন্যান্য দেশের শিক্ষার্থী।ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অ্যাফেয়ার্স এবং বিদেশি শিক্ষার্থীদের স্কুল বিষয়ক উপমন্ত্রী আবোলফজল কামালি এই তথ্য জানান।শনিবার তিনি জানান, সারা দেশে বিদেশি নাগরিকদের জন্য ২২টি বিশেষ স্কুল রয়েছে। খবর বার্তা সংস্থা ইরনার। ১০ হাজার বিদেশি শিক্ষার্থী এসব বিশেষ বিদ্যালয়ে অধ্যয়নরত উল্লেখ করে তিনি আরও বলেন, তারা ইরানের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী পড়াশোনা করছে।বিদেশি নাগরিকদের জন্য বিশেষ স্কুল নির্মাণের মাধ্যমে আমরা শিক্ষা অর্জনকে সহজ করতে চাই এবং আমরা চাই একজন শিক্ষার্থীও স্কুল থেকে ঝরে না পড়ুক।ইরান প্রতি বছর প্রায় ২০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৭৭ মিলিয়ন ডলার) খরচ করে দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের শিক্ষার জন্য। সূত্র: তেহরান টাইমস।