রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিদেশি পর্যটক আগমনের হার ৪০ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০২৩ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে ইরানে বিদেশি পর্যটক আগমন গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। দেশটির উপপর্যটন মন্ত্রী একথা বলেছেন।

আলী-আসগর শালবাফিয়ান বলেন, “এই বছরের প্রথম সাত মাসে দেশে বিদেশি পর্যটকদের আগমন গত বছরের একই সময়ের তুলনায় ৪০ ভাগ বেড়েছে।

তিনি বলেছেন, প্রধানত ইরানের প্রতিবেশী দেশগুলি থেকে পর্যটকদের আগমনের হার ছিল ‘প্রতিশ্রুতিশীল’। পর্যটন মন্ত্রণালয় বিদেশি দর্শনার্থী আগমনকে সহজ করতে এবং এর পর্যটন উৎসগুলিকে বৈচিত্র্যময় করতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বলে জানান তিনি।

চলতি ইরানি বছরের প্রথমার্ধে ৩০ লাখ ৩৫ হাজার বিদেশি পর্যটক ইরান ভ্রমণ করেছে। সূত্র: তেহরান টাইমস