রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে পালিত হচ্ছে পারস্য উপসাগর দিবস

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০১৯ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ জাতীয় পারস্য উপসাগর দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ইরানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে বর্তমান ইরানে হাখামানেশিয় সম্রাট পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় থেকেই ইরানের দক্ষিণাঞ্চলীয় পানিসীমা পারস্য উপসাগর হিসেবে পরিচিত ছিল। প্রতিটি ইতিহাসগ্রন্থে এই ঐতিহাসিক সত্য উঠে আসলেও কিছু আরব দেশ এই উপসাগরের নাম থেকে ‘পারস্য’ শব্দটি মুছে ফেলার চেষ্টা করছে।

ইরান উপসাগরটির ঐতিহাসিক নাম অক্ষুণ্ন রাখার লক্ষ্যে প্রতি বছর ৩০ এপ্রিলকে জাতীয় পারস্য উপসাগর দিবস হিসেবে পালন করছে। ১৬২২ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের সাফাভি সম্রাট ‘প্রথম শাহ আব্বাস’ হরমুজ প্রণালি থেকে পর্তুগীজ উপনিবেশবাদী বাহিনীকে হটিয়ে দিয়েছিলেন।ইরানের ইসলামি বিপ্লব সফল হওয়ার পর দেশটির নৌবাহিনী মধ্যপ্রাচ্যের প্রধান নৌশক্তিতে পরিণত হয়েছে।পার্সটুডে।