রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে তেহরান প্রদেশে ৯৮ শতাংশ মানুষ গ্যাস সুবিধা পাচ্ছে 

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২১ 

news-image

ইরানের তেহরান প্রদেশের গ্যাস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাইদ তাভাকলি বলেছেন, বর্তমানে প্রদেশের ৯৮ শতাংশ মানুষ  প্রাকৃতিক গ্যাস সুবিধার আওতায় এসেছে।তিনি বলেন, তেহরানের ৪৯টি শহর ও ৫৩৯টি গ্রামের মানুষ প্রাকৃতিক গ্যাস সুবিধা পাচ্ছে। শহরে ৯৯.৯ শতাংশ ও গ্রামে ৯৭.৫ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে।  তেহরান গ্যাস কোম্পানি ৪৬৩ কিলোমিটার গ্যাস নেটওয়ার্কে  শহর ও গ্রামের ১২ হাজার ৬৩৬টি শাখার মাধ্যমে এ গ্যাস সরবরাহ করছে। গত ফার্সি বছরে ১ লাখ ২৪ হাজার ১৮৬টি নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা জানান তিনি। এর আগে ন্যাশনাল ইরানিয়ার গ্যাস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছিলেন ইরানের ৯৬ শতাংশ জনগোষ্ঠী প্রাকৃতিক গ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে। তেহরান টাইমস