রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে তেল বহির্ভুত রপ্তানি বৃদ্ধি ৬৯ শতাংশ

পোস্ট হয়েছে: জুন ২৫, ২০২১ 

news-image

চলতি ফারসি বছরের প্রথম তিনমাসে ইরানে তেল বহির্ভুত রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১০.৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রথম তিন মাসে এধরনের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৬৯ শতাংশ। ইরানের কাস্টমস প্রশাসন এ তথ্য জানিয়েছে। কাস্টমস কর্মকর্তা মেহদি মির-আশরাফি জানান ইরান প্রথম ত্রৈমাসিকে ৩০ মিলিয়ন টন পণ্য রফতানি করেছে যা পণ্যের পরিমানগত দিক থেকে গত বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ। একই সময়ে ইরান ১০.২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ। মির-আশরাফি আরো জানান, মোট ৩৮.৪ মিলিয়ন টন তেল বহির্ভুত পণ্য লেনেদেনে হাতবদল হয়েছে ২০.৯ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় পণ্যের দিক থেকে ২৫ ও অর্থমূল্যে ৫০ শতাংশ বেশি। একই সময়ে ইরানের ট্রেড ব্যালান্স দাঁড়িয়েছে ৪৭৬ মিলিয়ন ডলারের। এসময়ে ইরান থেকে তেল বহির্ভুত পণ্য রপ্তানি হয়েছে চীনে ৩.১ বিলিয়ন, ইরাকে ২.৩ বিলিয়ন, আমিরাতে ১.৩, তুরস্কে ৫৯৫ মিলিয়ন ও আফগানিস্তানে ৫৭০ মিলিয়ন ডলারের। আর আমদানি হয়েছে আমিরাত থেকে ৩.২ বিলিয়ন, চীন থেকে ২.২ বিলিয়ন, তুরস্ক থেকে ১ বিলিয়ন, জার্মানি থেকে ৪১৪ মিলিয়ন ও সুইজারল্যান্ড থেকে ৩৮৪ মিলিয়ন ডলারের পণ্য। তেহরান টাইমস