বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে আড়াই মাসে গাড়ি উৎপাদন বেড়েছে ১০ ভাগ

পোস্ট হয়েছে: জুন ১১, ২০১৭ 

news-image

ইরানি বছরের (ফারসি ক্যালেন্ডার) প্রথম আড়াই মাসেই (২১ মার্চ থেকে ৫ জুন) দেশটির কার নির্মাতারা ২ লাখ ৩৩ হাজার ১১৮টি গাড়ি তৈরি করেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে গাড়ি উৎপাদন বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। ইরানের অটো গাড়ির নীতি নির্ধারণী কাউন্সিলের মুখপাত্র আমির হোসেইন কানাতি এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার কানাতি জানান, গত বছর প্রথম আড়াই মাসে ইরানে ২ লাখ ১২ হাজার ৩৫৫টি গাড়ি তৈরি করা হয়েছিলো। সে তুলনায় এবার গাড়ি উৎপাদন বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ।

তিনি আরও জানান, চলতি বছরের প্রথম আড়াই মাসে ২ লাখ ২০ হাজার ৭১৬টি যাত্রীবাহী কার তৈরি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি। গত বছরে এই সময়ে ১ লাখ ১৯ হাজার ৭৪টি যাত্রীবাহী গাড়ি তৈরি করা হয়।

এর আগে এপ্রিলে ইরানের শিল্প মন্ত্রণালয় জানায়, গত ইরানি বছরে দেশটিতে ১৩ লাখ গাড়ি তৈরি করা হয়েছে। চলতি বছরে গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ১৫ লাখ।  সূত্র: তেহরান টাইমস।